368

04/05/2025 আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সময় নিউজ ডেস্ক

১৩ এপ্রিল ২০২০ ১৬:৫৯

বাংলা নববর্ষ উপলক্ষে আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভাষণে প্রধানমন্ত্রী দেশবাসীকে করোনাভাইরাসের পরিস্থিতিতে সার্বিক নির্দেশনা দেবেন। ভাষণের মাধ্যমে তিনি দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছাও জানাবেন। বাংলা‌দেশ টে‌লি‌ভিশন ও বাংলা‌দেশ বেতারে প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার কর‌া হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, এর আগে গত ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়ানো করোনা ভাইরাস নিয়ে ঐই ভাষণে জাতিকে দিকনির্দেশনা দিয়েছিলেন। তাই আজকের ভাষণেওপ্রধানমন্ত্রী করোনা পরিস্থিতি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন বলে আশা করা যাচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]