3709

09/23/2024 অভ্যুত্থানের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন মিয়ানমার সেনাপ্রধান

অভ্যুত্থানের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন মিয়ানমার সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

২৪ এপ্রিল ২০২১ ১৯:১৭

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং। স্থানীয় সময় শনিবার (২৪ এপ্রিল) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিতব্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনে যোগ দেবেন তিনি। ওই সম্মেলনে আসিয়ানে সদস্য ১০টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানরা যোগ দেবেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, আসিয়ান সম্মেলনে মিয়ানমার সংকট নিয়েও আলোচনা হবে। সেখানে ব্যক্তিগতভাবে জান্তা প্রধান মিন অং হ্লাইং এর উপস্থিত থাকার কথা রয়েছে। তবে তার এই সফরের বিষয়টি নিশ্চিত করতে পারেনি বিবিসি।

সংবাদমাধ্যমটির ইন্দোনেশিয়া প্রতিনিধি জানান, মিন অং হ্লাইং-এর সফরকে ঘিরে ইন্দোনেশিয়ায় বিশাল বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে অ্যাকটিভিস্টরা।

মিয়ানমারের নির্বাচিত রাজনৈতিক দলকে সরকার গঠন করতে না দিয়ে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে গত ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। তারপর থেকে এখন পর্যন্ত সেনাবিরোধী বিক্ষোভে অন্তত ৭০০ মানুষের মৃত্যু হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]