3755

04/03/2025 গজারিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ২

গজারিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ২

জেলা সং!বাদদাতা, মুন্সিগঞ্জ

২৬ এপ্রিল ২০২১ ১৭:১১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

রোববার (২৫ এপ্রিল) রাতে উপজেলার তেঁতুলতলায় একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ট্রাকচালক মো. মাসুদ (২৮) ও কাভার্ডভ্যান হেলপার সালাউদ্দিন মিয়া (২৪)। তাদের মরদেহ ভবেরচর পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

ভবেরচর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খায়রুল বাশার জানান, কাভার্ডভ্যানটি থামানোর পর হেলপার ওই স্থানে নেমে এসে সিগনাল দিচ্ছিলেন। এমন সময় বিটোমিনভর্তি ট্রাক পেছন থেকে প্রচণ্ড গতিতে কাভার্ডভ্যানটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের হেলপার ও ট্রাকের চালক নিহত হন।

পরে ফায়ার সার্ভিস এসে ট্রাকের কিছু অংশ কেটে নিহত চালকের নিথর দেহ বের করে আনা হয়। উদ্ধার করা হয় কাভার্ডভ্যানের হেলপারের মরদেহ। তবে কাভার্ডভ্যানের চালক অক্ষত রয়েছেন।

নিহত কাভার্ডভ্যান হেলপার সালাউদ্দিন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বয়েজপুর এলাকার মৃত রফিক উল্লাহর ছেলে ও ট্রাক ড্রাইভার মাসুদের বাড়ি টাঙ্গাইল জেলায়। স্বজনদের খবর দেয়া হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]