3774

04/04/2025 অভিনেত্রী পার্নো মিত্র করোনায় আক্রান্ত

অভিনেত্রী পার্নো মিত্র করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক

২৬ এপ্রিল ২০২১ ২১:১৪

পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে বিজেপির হয়ে লড়ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। নির্বাচনী প্রচারণা করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।

সোমবার (২৬ এপ্রিল) সকালে টুইট করে অভিনেত্রী লেখেন, ‘আমি কোভিড পজিটিভ। গত ৭ দিন যারা আমার সঙ্গে ছিলেন তাদের প্রতি বিশেষ অনুরোধ, দয়া করে আপনারাও কোভিড পরীক্ষা করিয়ে নেবেন।’

একই সঙ্গে তার পরামর্শ, তারাও যেন নিজেদের পরিবার এবং চারপাশের সুরক্ষার জন্য কোয়ারেন্টিনে চলে যান। পাশাপাশি, মাস্ক না খোলার কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। যদিও নির্বাচনী প্রচারণায় তাকে মাস্ক ছাড়াই বেশি দেখা গেছে। অন্যদিকে, করোনা আক্রান্ত হওয়ায় ভোট দিতে পারেননি অভিনেত্রী।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]