3784

04/03/2025 হাতিকে উত্ত্যক্ত করায় গ্রেফতার যুবক

হাতিকে উত্ত্যক্ত করায় গ্রেফতার যুবক

আন্তর্জাতিক ডেস্ক

২৭ এপ্রিল ২০২১ ১৭:০৬

হাতিকে উত্ত্যক্ত করায় ভারতের পশ্চিমবঙ্গে এক যুবক গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। পশু সুরক্ষা আইনে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে কল্যাণ মাহাতো নামে ওই যুবককে। তার বাড়ি ঝাড়গ্রামের আস্থাশুলি গ্রামে। খবর আনন্দবাজার

পুলিশ জানায়, হাতিকে উত্ত্যক্ত করার একটি ভিডিও রোববার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিও ভাইরাল হওয়ার পরেই বন্যপ্রাণপ্রেমী সংগঠনগুলো ক্ষোভ প্রকাশ করে।

৩০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, অভিযুক্ত যুবক লাঠি হাতে নিয়ে একটি দাঁতাল হাতিকে ক্রমাগত উত্ত্যক্ত করে চলেছে। হাতিটি সহ্য করতে না পেরে অভিযুক্তকে তাড়াও করে বেশ কয়েকবার। কিন্তু ওই যুবক তাতেও হাল না ছেড়ে হাতিটিকে উত্ত্যক্ত করে চলে।

জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওটি ঝাড়গ্রাম জেলার গড় শালবনী এলাকার

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]