3804

04/05/2025 মাছি তাড়ানোর ঘরোয়া উপায়

মাছি তাড়ানোর ঘরোয়া উপায়

রকমারি ডেস্ক

২৭ এপ্রিল ২০২১ ২১:৪৭

ফলের গন্ধ পেলেই হাজির হয়ে যায় মাছি। সেই সাথে নিয়ে আসে অনেক জীবাণু। অনেক চেষ্টা করেও মাঝেমোধ্যে এই মাছি তাড়ানো যায় না। এর ফলে ফল খেয়ে যে উপকার হওয়ার কথা তার উল্টোটা হয়। এখন কথা হলো মাছির উৎপাত থেকে রক্ষা পাবেন কীভাবে। ঘরোয়া কিছু নিয়ম মেনে চললেই বাড়িতেই মাছির উৎপাত থেকে মুক্তি পেতে পারেন।

সাবান আর ভিনিগার: বাসন মাজার সাবান আর ভিনিগার একটা পাত্রে মিশিয়ে কাটা ফলের পাশে রেখে দিন। এই গন্ধে মাছি পালাবে না বরং এর নেশায় ছুটে এসে টপাটপ পড়বে পাত্রের মধ্যে।

ফল আর ভিনিগার: কোনও একটা পাকা ফলের সঙ্গে ভিনিগার মিশিয়ে নিন। এই গন্ধ মাছির খুব প্রিয়। এ বার এই মিশ্রন একটা সরু মুখের বোতলে ঢেলে নিন। বোতলের মুখে কাগজ চোঙার মত করে রেখে দিন। মাছি ওই পথে ঢুকবে কিন্তু বের হতে পারবে না।

কর্পূর: যেখানে ফল কেটে রাখবেন, তার চারপাশে একটু কর্পূর ছড়িয়ে দিন। এই গন্ধে মাছি আর আসবে না।

শসা: মাছি তাড়াতে ভালো কাজ করে শসা। কয়েক টুকরো শসা ফেলে রেখে দিন তাহলেই মাছি দূর হবে।

দারুচিনি: মাছি দারুচিনির গন্ধ পচ্ছন্দ করে না। দারুচিনি এয়ার ফ্রেশনার হিসেবে ব্যবহার করুন। দ্রুত মাছি দূর হবে।

সূত্র: আনন্দবাজার

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]