3828

04/04/2025 ৬ মাত্রার ভূমিকম্প আসামে

৬ মাত্রার ভূমিকম্প আসামে

নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল ২০২১ ২০:১৬

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ইউএসজিএসের তথ্য অনুযায়ী, বুধবার (২৮ এপ্রিল) সকাল ৮টা ২১ মিনিটে আসামের ধেকিয়াজুলি থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে ওই ভূমিকম্পের উৎপত্তি হয়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজ্যের রাজধানী গুয়াহাটি থেকে ১৪০ কিলোমিটার দূর। রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্পের গভীরতা ছিল ৩৪ কিলোমিটার।

তীব্র এ ভূমিকম্পে কয়েকটি ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে। কেউ হতাহত হয়েছে কিনা তা রাজ্য প্রশাসন খতিয়ে দেখছে।

আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, আসামে বড় ভূমিকম্প আঘাত হেনেছে। আমি সবার মঙ্গল কামনা করছি এবং সাবধানে থাকার আহ্বান জানাচ্ছি। সব জেলা থেকে তথ্য নেওয়া হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]