39

03/13/2025 দক্ষিণ এশিয়ায় করোনায় প্রথম মারা গেলো ভারতে

দক্ষিণ এশিয়ায় করোনায় প্রথম মারা গেলো ভারতে

সময় নিউজ ডেস্ক

১৩ মার্চ ২০২০ ১৭:০৯

সময় নিউজ: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের কর্নাটকে ৭৬ বছর বসয়ী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার মৃত্যু হলেও বৃহস্পতিবার জানা গেছে তিনি ওই ভাইরাসে আক্রান্ত ছিলেন। এটাই করোনায় আক্রান্ত হয়ে ভারতে প্রথম কারো মৃত্যু হলো। কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুল্লুর এসব তথ্য জানিয়েছেন।

তেলেঙ্গানার একটি হাসপাতালে তাকে আইসোলেশনে রাখা হয়েছিল। চিকিৎসকরা সন্দেহ করেছিলেন যে, তার শরীরে করোনাভাইরাস আছে। বৃহস্পতিবার সেই টেস্টের রিপোর্ট আসে ও জানা যায়, ওই ব্যক্তি করোনাতেই আক্রান্ত ছিলেন।

বুধবার সকালে তার মৃত্যু হলেও ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছিল তা তখন নিশ্চিতভাবে বলতে পারেননি ডাক্তাররা। মঙ্গলবারই করোনা ভাইরাসের পরীক্ষার জন্য তার লালারসের নমুনা পাঠানো হয়েছিল গবেষণাগারে। বৃহস্পতিবার সেই পরীক্ষার ফলাফল আসতেই ভারতে করোনা ভাইরাস সংক্রমণে প্রথম মৃত্যুর ঘটনা নিশ্চিত হলো। আর সেইসঙ্গে দক্ষিণ এশিয়ায় করোনায় এটাই প্রথম মৃত্যু।

জানা যায়, গত ফেব্রুয়ারি মাসের শেষ দিনেই সৌদি আরব থেকে ভারতে ফেরেন ওই বৃদ্ধ। সেই সময় তার ডাক্তারি পরীক্ষা হলেও করোনার উপসর্গ ধরা পড়েনি। গত ৫ মার্চ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুল্লু বলেছেন, ‘ওই বৃদ্ধ যাদের সংস্পর্শে এসেছিলেন, তাদের অনুসন্ধান করা হচ্ছে। তাদের আলাদা করে রাখা হবে এবং এজন্য সেখানে অন্যান্য বিধিনিষেধ আরোপ করা হয়েছে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]