3908

04/03/2025 মতিঝিলে আবাসিক হোটেলে যুবকের লাশ

মতিঝিলে আবাসিক হোটেলে যুবকের লাশ

ডেস্ক রিপোর্ট

৩ মে ২০২১ ১৬:২৮

রাজধানীর মতিঝিলে আল-আকসা আবাসিক হোটেলের সাততলার স্টাফ রুম থেকে মো. রুবেল (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০২ মে) বিকাল ৫টায় তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মতিঝিল থানার এসআই জহুরুল ইসলাম।

রুবেলের গ্রামের বাড়ি নোয়াখালী সদরে। তিনি ফকিরাপুলে একটি প্রসাধনী সামগ্রীর দোকানের কর্মী ছিলেন এবং ওই এলাকার একটি বাসায় থাকতেন। তিনি এক সন্তানের জনক ছিলেন।

এসআই জহুরুল বলেন, ওই হোটেলের সাত তলায় স্টাফদের রুম থেকে রুবেলের লাশ উদ্ধার করা হয়। গামছা দিয়ে বাঁশের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল মরদেহটি।

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ রাত ৯টায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি জানান, কর্মীদের কেউ না থাকায় স্টাফ রুমটি পরিত্যক্ত বলে হোটেল কর্তৃপক্ষ তাদের জানিয়েছেন।

রুবেল কেন হোটেলে গিয়েছিলেন তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান জহুরুল ইসলাম।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]