3962

04/04/2025 এবার করোনায় আক্রান্ত দীপিকা

এবার করোনায় আক্রান্ত দীপিকা

বিনোদন ডেস্ক

৫ মে ২০২১ ১৭:৫০

নভেল করোনাভাইরাসে নাকাল পুরো ভারত। একের পর এক সেলিব্রেটিদের কোভিডে আক্রান্ত হওয়ার খবর আসছে। এবার খবর, কোভিডে আক্রান্ত হয়েছেন বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন।

ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের খবর, দীপিকা পাড়ুকোনের কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। বেঙ্গালুরুতে এখন পরিবারের সঙ্গে রয়েছেন এ চিত্রনায়িকা। যদিও অভিনেত্রী এখনও আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেননি, তবে টুইটারে ইন্টারন্যাশনাল ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস (আইফা) দীপিকার করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনাও করেছে।

পত্রপত্রিকায় প্রকাশ, মঙ্গলবার (০৪ মে) সকালেই খবর পাওয়া গিয়েছিল, কোভিডে আক্রান্ত দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন। বেঙ্গালুরুর এক হাসপাতালে ভর্তি রয়েছেন এ ব্যাডমিন্টন কিংবদন্তি। কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর মেয়ের আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে।

কোভিডে আক্রান্ত দীপিকার পুরো পরিবার। এর আগে দীপিকার মা উজ্জ্বলা পাড়ুকোন ও ছোট বোন আনিশা করোনায় আক্রান্ত হন।

দীপিকার করোনায় আক্রান্ত হওয়ার খবর পৌঁছাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইটারে অসংখ্য পোস্ট দিয়েছেন অভিনেত্রীর ভক্তরা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]