400

03/14/2025 আজ থেকে পুরো নওগাঁ লকডাউন

আজ থেকে পুরো নওগাঁ লকডাউন

জেলা সংবাদদাতা, নওগাঁ

১৫ এপ্রিল ২০২০ ২১:৫৮

করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের প্রেক্ষিতে নওগাঁ জেলাকে পুরোপুরি লকডাউন করার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (১৫ এপ্রিল ) দুপুরে জেলা প্রশাসক গণবিজ্ঞপ্তি জারি করে আজ সন্ধ্যা ৬টা থেকে জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন করার ঘোষণা দেন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ১১টি উপজেলাসহ নওগাঁ জেলা অবরুদ্ধ থাকবে।

জেলা প্রশাসক হারুন-অর-রশীদ বলেন,  ‘ইতোমধ্যেই জেলার প্রতিটি প্রবেশ দ্বারে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। সরকারি বিধি-নিষেধ কার্যকর করতে জেলা ও উপজেলা শহর, ইউনিয়ন ও প্রতিটি গ্রাম-জনপদে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি সতর্কতায় থাকতে বলা হয়েছে। জরুরি পরিষেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ ইত্যাদি এর আওতার বাইরে থাকবে। বেসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলাবাহিনী স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ের মাধ্যমে সম্মিলিত দ্বায়িত্ব পালন করবেন।’

ইতিমধ্যেই জেলার প্রতিটি প্রবেশ দ্বারে বসানো নিরাপত্তা চৌকি আরো বেশী সতর্ক ও সক্রিয় করা হয়েছে। সরকারী বিধি নিষেধ কার্যকর করতে জেলা ও উপজেলা শহর, ইউনিয় ও প্রতিটি গ্রাম-জনপদে আরো বেশি সতর্কতায় থাকতে বলা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]