4009

03/13/2025 পিএসএলের বাকি অংশ আমিরাতে

পিএসএলের বাকি অংশ আমিরাতে

ক্রীড়া ডেস্ক

৮ মে ২০২১ ১৬:৫৩

করোনার দ্বিতীয় ঢেউয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পরিণতিটাই দেখল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।

২০ ম্যাচ বাকি থাকলে স্থগিত হয়েছে পিএসএল। আর আইপিএল থামল ৩১ ম্যাচ বাকি থাকতে।

আইপিএলের বাকি অংশ কবে শুরু হবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

এদিকে আগামী ১ জুন থেকে ফের পিএসএল শুরু করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইতোমধ্যে প্লেয়ার্স ড্রাফটও অনুষ্ঠিত হয়েছে।

তবে আইপিএল দেখে পরিকল্পনায় পরিবর্তন আনতে চাচ্ছে পিসিবি। পিএসএলের বাকি অংশ তাই আর পাকিস্তানের মাটিতে আয়োজন করতে চাইছে না তারা।

পিসিবির ইচ্ছা বাকি ২০ ম্যাচ করাচির বদলে সংযুক্ত আরব আমিরাতেই হোক। করোনার হানা এড়াতে আমিরাতকেই নিরাপদ মনে করছে পিএসএলের ফ্রাঞ্চাইজিগুলো। ইতোমধ্যে আমিরাত ক্রিকেট বোর্ডকে পিসিবির পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়েছে।

পিসিবির প্রস্তাবে আমিরাত এখনও সাড়া না দিলেও দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে। আলোচনা ফলপ্রসু হলে টুর্নামেন্টের সূচিতে কিছুটা পরিবর্তন এনে জুনের কোনো এক সময় মরুভূমিতে শুরু হতে পারে পিএসএল।

তথ্যসূত্র: স্কাই স্পোর্টস

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]