4067

04/03/2025 ময়মনসিংহে ২৫০ পথশিশু পেল ঈদের নতুন জামা

ময়মনসিংহে ২৫০ পথশিশু পেল ঈদের নতুন জামা

ময়মনসিংহ ব্যুরো

১০ মে ২০২১ ১৮:৫০

ছেড়া ময়লা জামা কাপড় নিয়ে রোদ বৃষ্টিতে ঘুরাঘুরি করা ময়মনসিংহের পথশিশুদের মুখে হাসি ফুটিয়েছে ময়মনসিংহ পুনাক (পুলিশ নারী কল্যাণ সমিতি)।

রবিবার (০৯ মে) বিকেলে নগরীর ২৫০ পথশিশুর হাতে তোলে দেয়া হয় নতুন জামা। পুনাক সভানেত্রী মিসেস কানিজ আহমার এ মহতী উদ্যোগটি হাতে নেন।

ময়মনসিংহ রেলস্টেশন চত্ত্বরে জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা শিশুদের হাতে এ জামা কাপড় তোলে দেন।

এর আগে এসব শিশুদের তালিকা করা হয় এবং বয়স অনুযায়ী এদের জামা-কাপড় উপহার দেয়া হয়। নতুন জামা পেয়ে অনেক শিশুই খুশীতে আপ্লুত হয়ে পড়ে।

প্রসঙ্গত, পুনাক ময়মনসিংহ স্থানীয় ভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অংশ নিয়ে নগরবাসীর প্রশংসা কুড়িয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]