4085

04/04/2025 সালমানের পরিবার করোনায় আক্রান্ত

সালমানের পরিবার করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক

১১ মে ২০২১ ১৭:৩০

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে চলেছে সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। আর তার ঠিক তিন দিন আগে দুঃসংবাদ। পরিবারে করোনার হানা।

বলিউডভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, এক ভার্চুয়াল আলাপচারিতায় সালমান নিশ্চিত করেছেন তাঁল দুই বোন আলভিরা খান ও অর্পিতা খান শর্মার কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। অবশ্য এখন সুস্থ হয়েছেন তাঁরা।

সোমবার (১০ মে) সালমান খান বলেন, ‘অর্পিতার করোনা হয়েছে এবং পরে তার বাচ্চাদেরও। কিন্তু তাদের কোনো উপসর্গ নেই। আলভিরাও করোনায় আক্রান্ত।’ এ সময় ভক্তদের যথাসম্ভব ঘরে থাকতে ও নিরাপদে থাকার আহ্বান জানান এ সুপারস্টার।

অর্পিতা খান শর্মা সোমবার সামাজিক পাতায় জানিয়েছেন, তিনি করোনায় আক্রান্ত হন এপ্রিলের শুরুর দিকে। ঈশ্বরের দয়ায় সমস্ত নির্দেশনা মেনে চলে তিনি এখন সম্পূর্ণ সুস্থ।

সালমান খান জানিয়েছেন, তিনি করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন, তবে দ্বিতীয় ডোজ নেওয়া এখনও হয়নি। কিন্তু তাঁর বাবা-মা সেলিম খান ও সালমা খান দুজনই দুই ডোজ টিকা নিয়েছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]