4169

09/24/2024 ফিলিস্তিনে হামলার প্রতিবাদ বুবলীর

ফিলিস্তিনে হামলার প্রতিবাদ বুবলীর

বিনোদন ডেস্ক

১৭ মে ২০২১ ১৯:৫৪

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের রক্তক্ষয়ী হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯২-এ, যার মধ্যে ৫৮ জন শিশু রয়েছে। আহত হয়েছেন এক হাজার ২০০ জনের বেশি।

হামলার আটদিন পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এ নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু ফিলিস্তিনিদের এ চরম দুর্দিনে কোনো সিদ্ধান্ত না নিয়ে মুখে কুলুপ এঁটে বসে আছে তারা। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় পূর্ণশক্তিতে হামলা অব্যাহত থাকবে। এর আগে গাজায় আল-জাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যমের একটি ১২তলা কার্যালয় মাটিতে মিশিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

এরইমধ্যে বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ সেভ প্যালেস্টাইন লিখে নিরপরাধ ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। এই প্রতিবাদে সামিল হয়েছেন বাংলাদেশের বিনোদন জগতের মানুষরাও।

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ক্ষোভ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশি চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। রোববার (১৬ মে) নিজের ফেসবুকে লেখা বুবলীর সেই স্ট্যাটাস পাঠকের উদ্দেশে তুলে ধরা হলো-

‘করোনার এই সময় যখন মানবিকতা, মহানুভবতা, ভালোবাসা, মায়া-মমতার এক নতুন পৃথিবীর ইঙ্গিত দিচ্ছে ঠিক তখনই উল্টো এক চিত্র ফিলিস্তিনে! রমজান মাস এমনকি পবিত্র ঈদুল ফিতরের দিন দেশটিতে নারকীয় তাণ্ডব চালিয়েছে ইসরায়েল!’

‘ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতা অতীতের বর্বরতাকে ছাড়িয়ে গেছে। দফায় দফায় বিমান হামলায় শিশুদের সারি সারি লাশ, মানুষের ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীর! উফ, ভাবতেই গা শিওরে ওঠে। নির্বিচারে হামলা চালিয়ে ইসরায়েলিরা হত্যা করছে ফিলিস্তিনিদের। যেন পৃথিবীর বুকে জবাবদিহিতা চাওয়ারও কেউ নেই!’

‘এভাবে আর কত হামলা হলে বিশ্বনেতাদের ঘুম ভাঙবে? জাগবে বিশ্ববিবেক? কবে থামবে নারকীয় এই তাণ্ডব? বন্ধ হোক গণহত্যা। জয় হোক মানবতার। তৈরি হোক ভালোবাসার পৃথিবী।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]