4179

04/03/2025 গাড়ি কিনতে সন্তান বিক্রি

গাড়ি কিনতে সন্তান বিক্রি

রকমারি ডেস্ক

১৭ মে ২০২১ ২২:২৫

মানুষের অনেক রকমের বিলাসিতা থাকতে পারে। কোভিডকালে সেলিব্রেটিরাও বিলাসিতা পরিহার করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আর সেখানে গাড়ি কেনার টাকা জোগাতে সন্তানকে অবলীলায় বিক্রি করে দিলেন মা বাবা!

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কনৌজে। এই ঘটনা জানার পর অবাক পুলিশ থেকে সাধারণ মানুষ। খবর আনন্দবাজার পত্রিকার।

বৃহস্পতিবার (১৩ মে) ওই শিশুটির নানা-নানী থানায় অভিযোগ করেন, তাদের মেয়ে-জামাই সদ্যোজাতকে বিক্রি করে দিয়েছে মাত্র দেড় লাখ রুপির বিনিময়ে। সেই রুপি দিয়ে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার পরিকল্পনা করেছেন তারা।

পুলিশের কাছে ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত অভিযোগ জমা পড়েছে। কার কাছে শিশুটিকে বিক্রি করার অভিযোগ করা হয়েছে, তাও জানতে পেরেছে পুলিশ। এখনও পর্যন্ত শিশুটি ‘ক্রেতা’-র কাছেই রয়েছে।

শুক্রবার (১৪ মে) শিশুটির মা বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে পুলিশ। দ্রুত তদন্তের কাজ করা হচ্ছে। যদি প্রমাণিত হয়, শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছে, তাহলে উচিত শাস্তি হওয়ার পাশাপাশি, নিজের পরিবারের কাছেই ফিরিয়ে দেওয়া হবে শিশুটিকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]