4264

03/14/2025 আবারও বাধার মুখে পিএসএল

আবারও বাধার মুখে পিএসএল

ক্রীড়া ডেস্ক

২০ মে ২০২১ ২০:৫৯

পিএসএলের বাকি খেলা শেষ করতে আরেকটি বাধার মুখে পড়ল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার করোনার টিকা ছাড়া সংযুক্ত আরব আমিরাত কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে আবুধাবি প্রশাসন।

পিএসএলের এখনও বাকি ২০টি ম্যাচ। ১ জুন থেকে ২০ জুন পর্যন্ত আমিরাতের তিন ভেন্যুতে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে আবুধাবি প্রশাসন কঠোর নিয়ম বেঁধে দিয়েছে। এবার করোনাভাইরাসের টিকা ছাড়া কাউকে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে দিবে না দেশটির সরকার।

এমন পরিস্থিতিতে আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিষয়টি সমাধানের জন্য ২৪ ঘণ্টা সময় চেয়েছে তারা।

এদিকে টুর্নামেন্টে অংশ নেয়া ৬টি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলাপ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]