4265

04/04/2025 স্কুলছাত্রীকে অপহরণকালে গ্রেফতার ৩

স্কুলছাত্রীকে অপহরণকালে গ্রেফতার ৩

জেলা সংবাদদাতা, সাভার

২০ মে ২০২১ ২১:২০

ঢাকার ধামরাইয়ে প্রাইভেটকারে এক স্কুলছাত্রী অপহরণ করে পালানোর সময় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ মে) দিনগত রাতে কালামপুর-কাওয়ারিপাড়া-মির্জাপুর আঞ্চলিক মহাসড়কের বাটুলিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে ধামরাই থানায় অপহরণ আইনে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) সকালে ডাক্তারি পরীক্ষার জন্য ওই ভিকটিমকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

আটকরা হলো— উপজেলার আমতা ইউনিয়নের জেঠাইল গ্রামের মো. ফজলুল হকের ছেলে শরীফুল ইসলাম শরীফ ও তার সহযোগী গুমগ্রাম খেলাবাড়ী এলাকার মো. বাবুল হোসেনের ছেলে মো. রনি মিয়া, চৌহাট চড়পাড়া এলাকার আব্দুল করিমের ছেলে মো. সাকিব হোসেন। পরে তাদের ধামরাই থানায় নেওয়া হয়।

উপপুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, আঞ্চলিক মহাসড়কের বাটুলিয়া পুলিশ চেকপোস্টে নাইট ডিউটি চলাকালে অপহরণকারীদের ওই প্রাইভেটকারটির গতিবিধি দেখে সন্দেহ হয়। এ সময় প্রাইভেটকারটি থামাই। এর পর প্রাইভেটকারটির গ্লাস নামাতেই মুখবাঁধা অবস্থায় এক কিশোরীকে দেখতে পাই।

এতে আরও সন্দেহের মাত্রা বেড়ে যায়। জিজ্ঞাসাবাদে ওরা জানান, মেয়েটি মানসিক রোগী, তাই তাকে মুখ বেঁধে হাসপাতালে নেওয়া হচ্ছে। একপর্যায়ে অপহরণকারীরা অপহরণের কথা স্বীকার করলে তাদের থানায় আনা হয়।

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে অপহরণ মামলা করা হয়েছে।

ডাক্তারি পরীক্ষার ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া ২২ ধারার জবানবন্দির জন্য ওই কিশোরীকে আদালতে পাঠানো হবে। অপরদিকে অপহরণকারীদেরও আদালতে চালান করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: shomoynews2012@gmail.com, shomoynews@yahoo.com