4275

04/03/2025 চট্টগ্রামে রাতের আঁধারে গৃহবধূকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে রাতের আঁধারে গৃহবধূকে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম ব্যুরো

২১ মে ২০২১ ০০:০১

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে রাতের আধারে খুকি আকতার (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৯ মে) রাতে উপজেলার নাজিরহাট পৌরসভার নূরুল্লাহ মুন্সীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ স্থানীয় প্রবাসী ইছা মিয়ার স্ত্রী।

জানা যায়, নাজিরহাট পৌরসভার নূরুল্লাহ মুন্সীর বাড়ির মানিক মিয়া (২৮) রাতের আঁধারে গৃহবধূর ঘরে ঢুকে তাকে কোপাতে থাকে। খুকির চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এলে মানিক পালিয়ে যায়। স্থানীয়রা আহত গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পথেই তিনি মারা যান। পরে চমেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে মানিক মিয়া নামে একজন যুবক ওই গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে বলে শুনেছি। তাকে চমেকে নিয়ে গেলে হাসপাতাল পুলিশ লাশ মর্গে পাঠায়। এ ব্যাপারে আসামিকে গ্রেফতারসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]