4317

04/03/2025 রূপগঞ্জ থানায় নতুন ওসির যোগদান

রূপগঞ্জ থানায় নতুন ওসির যোগদান

জেলা সংবাদদাতা, নারায়ণগঞ্জ

২৩ মে ২০২১ ১৮:৩৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন আবুল ফয়সাল মোহাম্মদ সায়েদ। শনিবার (২২ মে) তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।

এর আগে তিনি ঢাকার সাভার মডেল থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা জেলার উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

খুলনায় জন্ম ও বেড়ে ওঠা এএফএম সায়েদ ২০০৬ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। ঢাকা জেলা পুলিশের অধীন আশুলিয়া থানায় তিনি উপপরিদর্শক ও অপারেশন অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন।

পার্শ্ববর্তী ধামরাই থানায়ও তিনি পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবেও সফলতার স্বাক্ষর রাখেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]