4328

04/04/2025 চীনে ভিড়ের মধ্যে ঢুকে পড়ল চলন্ত গাড়ি, নিহত ৫

চীনে ভিড়ের মধ্যে ঢুকে পড়ল চলন্ত গাড়ি, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

২৩ মে ২০২১ ২২:৫০

চীনের দক্ষিণপূর্বাঞ্চলীয় বন্দর শহর দালিয়ানে পথচারীদের ভিড়ের মধ্যে একটি চলন্ত গাড়ি ঢুকে পড়ায় পাঁচজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (২২ মে) দালিয়ানে একটি ব্যস্ত রাস্তায় এ ঘটনা ঘটে।

দালিয়ানের জননিরাপত্তা ব্যুরোর বরাত দিয়ে চীনা বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানায়, শনিবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৭ মিনিটে ব্যস্ত রাস্তায় কটি কালো সেডান ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এতে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এ সময় আরও পাঁচজন আহত হন। তাদেরকে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

ঘটনার পর সেডান গাড়িটির চালক লিউ পালিয়ে গেলেও পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সিনহুয়া জানায়, ঘটনার সময় গাড়িচালক মদ্যপ ছিলেন কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]