4342

03/19/2025 আবার ১ বছর পেছাল এশিয়া কাপ

আবার ১ বছর পেছাল এশিয়া কাপ

ক্রীড়া ডেস্ক

২৪ মে ২০২১ ১৭:৫৫

নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই, অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিকতার। শেষ পর্যন্ত পিছিয়ে গেল এশিয়া কাপ।

রোববার (২৩ মে) অবশেষে এশিয়ান ক্রিকেট সংস্থার (এসিসি) পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে বহুল প্রতীক্ষিত এই সিরিজ পেছানোর ঘোষণা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর আর বসছে না এশিয়া কাপ ক্রিকেটের আসর। টুর্নামেন্টটি ২০২৩ সালে আয়োজন করতে চায় তারা।

গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপ। করোনা মহামারির জন্য শেষমেষ তা স্থগিত হয়ে যায়।

এবছর জুনে শ্রীলংকার মাটিতে এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের সেই প্রচেষ্টাতে পানি ঢেলে দেয় ভারত।

রোববার এক্সিকিউটিভ বোর্ডের মিটিংয়ের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানায়, পর পর দুই বছরে দুটি এশিয়া কাপ আয়োজন করা হবে। ২০২২ সালেও এশিয়া কাপ আয়োজিত হবে, যা আগে থেকেই নির্ধারিত রয়েছে। তার দিনক্ষণ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। আপাতত এবছর ঠাসা আন্তর্জাতিক ক্রীড়াসূচির জন্য টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হচ্ছে না। তাই ২০২২ ও ২০২৩ সালে আয়োজন হবে এশিয়া সেরার প্রতিযোগিতাটি।

প্রসঙ্গত, দুই বছর পর পর এশিয়া কাপ আয়োজন করে আসছে এসিসি। করোনার কারণে সেই নিয়মে বাধা পড়ল।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]