4411

04/03/2025 ফতুল্লায় গৃহবধূকে গলা কেটে হত্যা

ফতুল্লায় গৃহবধূকে গলা কেটে হত্যা

জেলা সংবাদদাতা, নারায়ণগঞ্জ

২৬ মে ২০২১ ১৮:০৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে তানজিদা আক্তার পপি নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে গলা কেটে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনার পর ঘাতক হীরা চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ মে) ভোরে ফতুল্লার পূর্ব লামাপাড়া রূপসী গার্মেন্টসসংলগ্ন চারতলা বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

নিহত তানজিদা আক্তার পপি (২৫) ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত আলী আশরাফের মেয়ে এবং হীরা চৌধুরী ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকার ওমর চৌধুরী তুহিনের ছেলে। তাদের সংসারে তুষার (১০) ও ফুয়াদ (৭) নামে দুটি সন্তান রয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]