4444

04/03/2025 যাত্রাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা

২৭ মে ২০২১ ১৮:৩০

রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ওপর মোটরসাইকেল দুর্ঘটনায় টিপু (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দু'জন।

বৃহস্পতিবার (২৭ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি জানান, ভোরের দিকে যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ওপরে এক মোটরসাইকেলে করে তিনজন যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি পড়ে গিয়ে তারা সবাই আহত হয়। পরে তাদেরকে সকাল সাড়ে ছয় টা সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক টিপুকে মৃত ঘোষণা করেন। আহত শাহিন (১৮), নাঈমকে (২০) জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে।

বাচ্চু মিয়া বলেন, আহত দু'জন শংকামুক্ত। নিহত টিপু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ আব্দুর রহিমের ছেলে। অ্যালিফ্যান্ট রোড স্টাফ কোয়ার্টারে পরিবারের সঙ্গে থাকতেন।

মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে বলেও জানান বাচ্চু মিয়া।

মোটরসাইকেলে থাকা আহত শাহীন জানান, তারা ভোরে টিপুর সঙ্গে তার মোটর সাইকেলে করে ঘুরতে বের হয়েছিলেন। পরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]