46

09/20/2024 সড়ক ও আকাশ পথের পর এবার ভারতের সাথে বন্ধ হলো ট্রেন যোগাযোগ

সড়ক ও আকাশ পথের পর এবার ভারতের সাথে বন্ধ হলো ট্রেন যোগাযোগ

নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ ২০২০ ১৭:০০

সড়ক ও আকাশপথের পর এবার বন্ধ হয়ে গেলো ভারতের সাথে বাংলাদেশের ট্রেন যোগাযোগ। আগামীকাল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেন। আজ সকালে কলকাতার উদ্দেশে ছেড়ে যায় মৈত্রী এক্সপ্রেসের শেষ ট্রেনটি।

করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতার অংশ হিসেবে আগামী এক মাস বন্ধ থাকবে এ ট্রেনের যাত্রা। যদিও শেষ ট্রেনে সাধারণ বাংলাদেশি যাত্রীদের কেউ যেতে পারেননি। বাছাই করে, কেবল বিশেষ ভিসাধারীদের ট্রেনে উঠতে দেন ইমিগ্রেশন কর্মকর্তারা। যাত্রীদের বেশিরভাগই ছিলেন ভারতীয় নাগরিক, দেশে ফিরছেন তারা।

এর আগে, গতকালই ভারতের সাথে বন্ধ হয়ে যায় বিমান ও বাস চলাচল। এখন পর্যন্ত যা সিদ্ধান্ত, তাতে ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে দুই দেশের যোগাযোগ।

উল্লেখ্য, ভারতে এখন ৮৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এর মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]