4613

04/20/2025 ইরানি যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ইরানি যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক

১ জুন ২০২১ ২৩:২৩

ইরানের একটি এফ-৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা দুই পাইলটই নিহত হয়েছেন। মঙ্গলবার (০১ জুন) রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যান্ত্রিক ক্রটির কারণে বিমানটি দুর্ঘটনায় পড়ে। তবে যুদ্ধবিমানটি কত দিনের পুরনো তাৎক্ষণিক তা জানাযায়নি।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের খবরে বলা হয়েছে, এফ-৫ বিমানটি দেজফুল বিমান ঘাঁটির কাছেই দুর্ঘটনায় পতিত হয়। তবে বিস্তারিত জানায়নি সম্প্রচার মাধ্যম।

ইরানের বিমানবাহিনী এসব যুদ্ধবিমান এখন পর্যন্ত ব্যবহার করছে। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের আগে বিমানগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করেছিল দেশটি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]