4614

04/03/2025 চাচাতো বোনকে বিয়ে করছেন বাবর আজম

চাচাতো বোনকে বিয়ে করছেন বাবর আজম

ক্রীড়া ডেস্ক

১ জুন ২০২১ ২৩:৫৪

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম তার চাচাতো বোনকে বিয়ে করতে চলেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর এই বিয়ে সম্পন্ন হবে বলে মঙ্গলবার (০১ জুন) জিও টিভির খবরে বলা হয়েছে।

খবরে বলা হয়, দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হচ্ছে বাবর ও তার চাচাতো বোনের। তবে বাবরের পাত্রী সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এদিকে বাবরের বিয়ের খবর প্রকাশ্যে আসার ঠিক একদিন আগে সাবেক অধিনায়ক আজহার আলী তাকে বিয়ে করার পরামর্শ দেন।

আলী টুইটারে এক প্রশ্ন উত্তর সেশনের আয়োজন করেন। সেখানে এক ভক্ত তাকে প্রশ্ন করেন, বর্তমান অধিনায়ককে নিয়ে তার কোনো পরামর্শ আছে কিনা।

এর জবাবে আজহার আলী বর্তমান অধিনায়ককে বিয়ে করার পরামর্শ দেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]