4616

04/03/2025 উত্তর প্রদেশে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৮

উত্তর প্রদেশে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

২ জুন ২০২১ ১৫:৫৯

ভারতের উত্তর প্রদেশে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। স্থানীয় সময় মঙ্গলবার (০১ জুন) রাতে উত্তর প্রদেশের গোন্ডা জেলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বুধবার (০২ জুন) দেশটির গণমাধ্যম জি নিউজ ও এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

বিস্ফোরণে হতাহতের পাশাপাশি দুটি বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। বিধ্বস্ত ভবনের নিচে আটকা পড়ে আছে আরও অন্তত ১৫ জন। এতে হতহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রাজ্যটির ফায়ার সার্ভিস জানায়, রাতে রান্নার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে দুটি লাগোয়া ভবন পুরোপুরি ধ্বংস হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে জানা যায়নি। হতহতদের মধ্যে দুজন নারী ও কয়েকজন শিশু রয়েছে। আটকেপড়াদের উদ্ধারে বুলডোজার দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছে পুলিশ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]