4644

04/03/2025 পাঁচ বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার ১

পাঁচ বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার ১

জেলা সংবাদদাতা, ঝিনাইদহ

২ জুন ২০২১ ২১:১২

ঝিনাইদহের কালীগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সেলিম হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সুবিতপুর গ্রামের পাশ্ববর্তী একটি বাড়ি থেকে বুধবার (০২ জুন) সকালে সেলিমকে গ্রেফতার করা হয়। তিনি কালীগঞ্জ উপজেলার সুবিতপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

জানা গেছে, এ ঘটনায় এলাকার শালিসে প্রভাবশালীরা ধর্ষক সেলিমকে ৮০ হাজার টাকা জরিমানা করে। কিন্তু ভুক্তভোগীর পরিবার শালিস মানতে অপারগতা জানিয়ে গতকাল মঙ্গলবার রাতে কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে আজ বুধবার সকালে তাকে গ্রেফতার করে।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান জানান, 'কালীগঞ্জ উপজেলার সুবিতপুর গ্রামে গত ২ মে শিশুটিকে সবার অগোচরে সেলিম জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি কেঁদে বাড়িতে এসে বিষয়টি পরিবারকে জানায়। এতে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হলে অভিযুক্ত সেলিমকে গ্রেফতার করা হয়।'

উল্লেখ্য, ঘটনাটি নিয়ে ধর্ষণকারীর শাস্তির দাবিতে আজ বুধবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এতে জোটের সদ্যসরা, সাংস্কৃতিক কর্মীরা, জেলা ছাত্রলীগের নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]