4659

04/03/2025 সাতক্ষীরায় যুবককে কুপিয়ে হত্যা

সাতক্ষীরায় যুবককে কুপিয়ে হত্যা

জেলা সংবাদদাতা, সাতক্ষীরা

৩ জুন ২০২১ ১৬:১২

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (০২ জুন) রাতে উপজেলার দেবহাটা গ্রামে বাড়ির পাশে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম আশিক হোসেন জুয়েল (৩২)। তিনি একই এলাকার বাসিন্দা। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নিহতের মা চায়না খাতুনের বরাত দিয়ে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায় জুয়েল নিজের বাড়িসংলগ্ন পুকুরঘাটে বসে থাকে। পরে তার খোঁজ না পেয়ে ওই পুকুরপাড়ে রক্ত দেখতে পাওয়া যায়। অন্যদিকে এর পাশের আরেকটি পুকুরে ভাসতে দেখা যায় জুয়েলের মরদেহ।

তার দেহের কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্তের জন্য জুয়েলের লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]