4665

04/04/2025 ৩০ দিনে কাজ হারিয়েছে ভারতের দেড় কোটি মানুষ

৩০ দিনে কাজ হারিয়েছে ভারতের দেড় কোটি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

৩ জুন ২০২১ ১৭:২৪

মহামারি করোনাভাইরাসে সংক্রমণে ভারতে গত এক মাসে কমপক্ষে দেড় কোটি মানুষ কাজ হারিয়েছেন। এর আগে ২০২০ সালের এপ্রিল ও মে মাসে বেকারত্বের হার ছাড়িয়েছিল ২০ শতাংশ। বর্তমানে করোনা মহামারির দ্বিতীয় ধাক্কায় আবারও সেই হার ঊর্ধ্বমুখী।

দেশটির উপদেষ্টা সংস্থা সিএমআইই-র পরিসংখ্যান অনুযায়ী, গত মাসে ভারতে বেকারত্বের হার দাঁড়িয়েছে ১১.৯ শতাংশে। শহরে ও গ্রামে তা যথাক্রমে ১৪.৭৩ শতাংশ এবং ১০.৬৩ শতাংশ।

বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাসের দ্বিতীয় ঝড় আটকাতে সম্প্রতি স্থানীয় বিধিনিষেধ এবং লকডাউনের মতো কড়াকড়ির পথে হেঁটেছে রাজ্যগুলো। ফলে আবারও মাথা তুলেছে বেকারত্ব। তাদের ব্যাখ্যা, মে মাসের মাঝামাঝি ভারতে ১০ শতাংশ ছাপিয়ে যায় বেকারত্বের হার। বিশেষ করে শহরগুলোতে তা বেড়ে চলেছে ধারাবাহিকভাবে।

যার সামগ্রিক প্রতিফলন হিসেবে ক্রমশ বিবর্ণ হচ্ছে কাজের বাজারের ছবি। সিএমআইই-র কর্মকর্তা মহেশ ব্যাস বলেন, ভারতে কাজের সংখ্যা এপ্রিলের ৩৯.০৮ কোটি থেকে কমে মে মাসে ৩৭.৫৫ কোটি হয়েছে। মাত্র এক মাসে কাজ হারিয়েছেন প্রায় দেড় কোটি মানুষ! যা বেকারত্বের হারকে ৩.৯ শতাংশ বাড়িয়েছে।

সূত্র: আনন্দবাজার

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]