467

04/26/2024 ঈদের পর শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা

ঈদের পর শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা

বিশেষ সংবাদদাতা

২১ এপ্রিল ২০২০ ২১:৫৬

দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে কিছু সময় লাগতে পারে। তাই এবারের এইচএসসি পরীক্ষা ঈদের পর নেওয়ার চিন্তা-ভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়। বিদ্যমান পরিস্থিতি অনুযায়ী ঈদের পর পরীক্ষা নিতে রুটিন প্রস্তুত করা হবে। শিক্ষামন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল বলেন, আমরা ২৪ এপ্রিল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২৪ এপ্রিল ছুটির সময় পর্যন্ত অপেক্ষার পর পরিস্থিতি বুঝে ঈদের পর পরীক্ষা শুরুর দিনঠিক করে রুটিন প্রস্তুত করবে আন্তঃশিক্ষা বোর্ডে সমন্বয় সাব কমিটি। তারা জানিয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা শুরু করা হবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর আগেই শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে সময়সূচি।

১ এপ্রিল চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি অফিস আদালত বন্ধ ঘোষণা করায় পরীক্ষা শুরু করা সম্ভব হয়নি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]