468

03/14/2025 ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন রক্ষী করোনাভাইরাসে আক্রান্ত

ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন রক্ষী করোনাভাইরাসে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

২২ এপ্রিল ২০২০ ০১:৫১

ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন রক্ষী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম বলেন, গত রোববার অসুস্থ বোধ করায় ওই কারারক্ষীর করোনা সংক্রমণ সন্দেহে নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়। মঙ্গলবার রিপোর্টে করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়ার পর তাকে জিঞ্জিরা ২০ শয্যা করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাহবুব আলম আরো বলেন, করোনা আক্রান্ত কারারক্ষী ঢাকা কেন্দ্রীয় কারাগারে কখনো ডিউটি করেননি। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে পুরোনো কারাগারে ডিউটি করেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ বন্দিদের বিষয়টি দেখভাল করেন ওই কারারক্ষী।। আমরা ধারণা করছি হাসপাতাল থেকেই তিনি আক্রান্ত হয়েছেন। তার সঙ্গে দায়িত্ব পালন করা আরও তিনজনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তার উপসর্গ দেখা দেওয়ার পরই টেস্ট করানো হয়েছে। আমরা বিষয়টি আজ নিশ্চিত হয়েছি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]