470

03/14/2025 সৌদিতে করোনায় ২৭ বাংলাদেশির মৃত্যু

সৌদিতে করোনায় ২৭ বাংলাদেশির মৃত্যু

বিশেষ সংবাদদাতা

২২ এপ্রিল ২০২০ ০৪:০৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিতে ২৭ জন বাংলাদেশি মারা গেছে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তবে সৌদিতে এখনও পর্যন্ত কতজন বাংলাদেশী আক্রান্ত হয়েছেন তা তিনি নিশ্চিত করতে পারেননি।

তিনি বলেন, কতজন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সেটা সৌদি কর্তৃপক্ষ জানায়নি। তবে আমরা জানার চেষ্টা করছি। আশা করি খুব শিঘ্রই আপনাদের জানাতে পারবো।

গোলাম মসীহ বলেন, নিহত সকল বাংলাদেশীকে সৌদির মাটিতেই দাফন করা হবে। কারণ, বর্তমান প্রেক্ষাপটে মরদেহ দেশে নেয়া সম্ভব নয়। তাছাড়া সৌদি কর্তৃপক্ষ যথাযথভাবেই মরদেহ দাফন করে থাকে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে প্রথম বাংলাদেশি মারা যান গত ২৪ মার্চ। ৩০ মার্চ দেশটির মদিনা আল জাহারা হাসপাতাল কর্তৃপক্ষ জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটকে এ তথ্য নিশ্চিত করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]