4742

04/05/2025 এক বাগাড়ের দাম ২২ হাজার টাকা

এক বাগাড়ের দাম ২২ হাজার টাকা

জেলা সংবাদদাতা, রাজবাড়ী

৬ জুন ২০২১ ১৬:৫৮

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় এক জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ওজনের একটি বাগাড় মাছ। ওই মাছটি বিক্রি করা হয়েছে ২২ হাজার ৫০ টাকায়।

রোববার (০৬ জুন) সকাল ৭টার দিকে দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মাঝামাঝি এলাকার কুশাহাটা থেকে রাজবাড়ীর বানীবহ এলাকার সৌখিন জেলে আশরাফ প্রামাণিকের জালে মাছটি ধরা পড়ে।

আশরাফ প্রামাণিকের ছেলে সাদ্দাম প্রামাণিক বলেন, শনিবার (০৫ জুন) দিবাগত রাতে বাবার সঙ্গে পদ্মায় মাছ ধরার জন্য জাল নিয়ে নদীতে আসি। রাতে কোনো মাছের দেখা না পাওয়ায় বাড়ি ফিরে যাওয়ার মুহূর্তে রোববার ভোর ৬টার দিকে জালে জোরে একটা টান অনুভব করি। সে সময় বুঝতে পারি জালে বড় কোনো মাছ ধরা পড়েছে।

পরে একটু সময় নিয়ে জাল তুলে দেখি বিশাল একটি বাগাড় মাছ। দৌলতদিয়ার আড়তে আনলে মাছটির ওজন হয় ২১ কেজি।

দৌলতদিয়া মিলন সরদারের আড়ত থেকে মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১০৫০ টাকা কেজি দরে ২১ হাজার ৫০ টাকায় কেজিতে কিনে নেন।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, বর্তমানে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়ছে বড় আকৃতির বাগাড় মাছ বলে জানান তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]