4756

04/20/2025 বজ্রপাতে প্রাণ গেল ২ শিশুর

বজ্রপাতে প্রাণ গেল ২ শিশুর

জেলা সংবাদদাতা, ফেনী

৬ জুন ২০২১ ২০:২৫

ফেনীর সোনাগাজী উপজেলায় মাছ ধরা দেখতে গিয়ে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে।রোববার (০৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- সাজেদা আক্তার সাথী (১৫) ও তার ফুফাতো ভাই আলামিন (৬)। সাথী উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর গ্রামের অনু ফরাজী বাড়ির

মোহাম্মদ সোলেমান প্রকাশ মিস্টারের মেয়ে। সে কাটাখিলা সামাদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিল। আলামিন চরসাহাভিকারী গ্রামের মোহাম্মদ বাহার মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টির সময় নদীতে মাছ ধরা দেখতে যায় ওই দুই শিশু। এ সময় হঠাৎ বজ্রপাতে আহত হয়ে তারা মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন বাবুল জানান, বজ্রপাতে নিহত দুই শিশু সম্পর্কে মামাতো বোন ও ফুফাতো ভাই।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]