4771

04/04/2025 পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩০

পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক

৭ জুন ২০২১ ১৬:২৩

পাকিস্তানে দুটি দ্রুতগামী ট্রেনের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ যাত্রী প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন আরও অর্ধশতাধিক যাত্রী।

পুলিশ ও উদ্ধারকর্মীদের বরাত দিয়ে পকিস্তানের দৈনিক ডন ও আরব নিউজের খবরে বলা হয়, সোমবার (০৭ জুন) সকালে লাইনচ্যুৎ একটি ট্রেনের সঙ্গে আরেকটি দ্রুতগামী ট্রেনের সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।

সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার পুলিশ কর্মকর্তা ওসমান আবদুল্লাহ বলেন, মিল্লাত এক্সপ্রেস লাইনচ্যুত হলে এতে স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়।

তিনি আরও বলেন, গ্রামের মানুষ, উদ্ধারকর্মী এবং পুলিশ সদস্যরা মৃত এবং আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাচ্ছেন। কেন ট্রেন লাইনচ্যুৎ হয়েছে এবং সংঘর্ষের ঘটনা ঘটলো তা এখন পর্যন্ত পরিষ্কার নয়।

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা সাধারণ বিষয়। দেশটির সরকার ট্রেনের সিগন্যাল সিস্টেম এবং রেললাইনের উন্নয়নে তেমন একটা নজর দেয় না। ফলে দুর্ঘটনা বেড়েই চলেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: shomoynews2012@gmail.com, shomoynews@yahoo.com