4774

03/29/2024 নতুন ফল পেলে-দেখলে বিশ্বনবি যে দোয়া পড়তেন

নতুন ফল পেলে-দেখলে বিশ্বনবি যে দোয়া পড়তেন

ধর্ম ডেস্ক

৭ জুন ২০২১ ১৭:০৬

ফল-ফলাদির মৌসুম এলেই সাহাবায়ে কেরাম মৌসুমের নতুন নতুন ফল প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে নিয়ে যেতেন। তিনি নতুন ফল পেলে বা দেখলেই দোয়া পড়তেন। হাদিসে বর্ণিত সেই দোয়াটি কী?

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সাহাবায়ে পেশ কর কেরাম যখন কোনো নতুন ফল দেখতেন, তখন তারা তা আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদন। আর তিনি তা গ্রহণ করতেন এবং এই দোয়াটি পড়তেন-

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي ثَمَرِنَا ، وَبَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا ، وَبَارِكْ لَنَا فِي صَاعِنَا وَبَارِكْ لَنَا فِي مُدِّنَا ،

উচ্চারণ : আল্লাহুম্মা বারিক লানা ফি ছামারিনা; ওয়া বারিক লানা- ফি মাদিনাতিনা; ওয়া বারিক লানা ফি সায়িনা ওয়া বারিক লানা ফি মুদ্দিনা।

অর্থ : ‘হে আল্লাহ! আমাদের ফলগুলোতে আমাদের জন্য বরকত দাও, আমাদের শহরে আমাদের জন্য বরকত দাও, আমাদের জন্য আমাদের ‘সা’ এবং আমাদের ‘মুদ্দে’ (পরিমাণ ও পরিমাপে) বরকত দাও।’মতেতে

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]