ছয় বছর আগেই সাজার মেয়াদ শেষ হলেও এখন পাকিস্তানের বিভিন্ন কারাগারে ১৭ ভারতীয় বন্দি রয়েছেন।
কারাবন্দি সকলেই মানসিক প্রতিবন্ধী। পাকিস্তান সরকার তাদের নাম ও ছবি প্রকাশ করেছে। কিন্তু তাদের পরিবারের কোনো খোঁজ না পাওয়ায় তাদেরকে ভারত সরকার ফেরত আনতে পারছে না।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদের ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বন্দিদের ছবি পাঠানো হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মণালয়ের ওয়েবসাইটেও তাদের ছবি প্রকাশ করা হয়েছে। এছাড়া দেশটির কেন্দ্রশাসিত অঞ্চল আর রাজ্যগুলোতেও ছবি পাঠানো হয়েছে। তবু কারো পরিবার পরিজনের খবর মেলেনি।
ফলে ছয় বছর আগে সাজা শেষ হলেও এখনও কেউই ঘরে ফিরতে পারেননি। কবে বাড়ি ফিরতে পারবেন না তাও বলা যাচ্ছে না।
পাকিস্তানের বিভিন্ন জেলে বন্দি ওই ১৭ জনের পরিচয় ২০১৫ সালের প্রকাশ দেশটির সরকার। তাদের মধ্যে চারজন নারী।
পাকিস্তানের দাবি, এসব বন্দি ভারতের বাসিন্দা। কিন্তু এর বেশি কেউ কোনো তথ্য দিতে পারেন না। অনেকেরই বয়স হয়েছে। কারো কাছে নাগরিকত্বের প্রমাণ নেই। তাদের পরিবারের কেউ এগিয়ে না-এলে তাদের ভারতে ফেরানো সম্ভব নয়।