4789

03/15/2025 ড্র হলো লর্ডস টেস্ট

ড্র হলো লর্ডস টেস্ট

ক্রীড়া ডেস্ক

৭ জুন ২০২১ ২০:৫৫

ড্র হলো লর্ডস টেস্ট। শেষ দিনে ২৭৩ রানের টার্গেটে খেলতে নেমে ৩ উইকেটে ১৭০ রান করে ইংল্যান্ড। পাঁচ ওভার বাকি থাকতেই ড্র মেনে নেয় দু’দল। প্রথম ইনিংসে কিউইদের ৩৭৮ রানের জবাবে ২৭৫ করে থ্রি লায়নরা। আর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৬৯ করে ইনিংস ঘোষণা করেছিল উইলিয়ামসন বাহিনী।

দুই উইকেটে ৬২ রান করে শেষ দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। তবে বেশি দুর এগোয়নি আগের দিনের অপরাজিত জুটি। মাত্র ১০ রান করেই ফিরে যান ওয়েগনার। টম লাথাম আউট হন ৩৬ রান করে। এরপর রস টেইলর ও নিকোলসের ছোট ছোট ইনিংসে ১৬৯ করে ডিক্লেয়ার করে সফরকারীরা।

শেষ দিনের দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে আসে ৪৯ রান। দ্বিতীয় উইকেটে ভালো করতে পারেনি জ্যাক ক্রলি। ডম সিবলি তুলে নেন ফিফটি। তার ব্যাট থেকে আসে অপরাজিত ৬০ রান। জো রোট ৪০ করে আউট হন।

ম্যাচের গতিপথ বুঝে সময় শেষ হওয়ার আগেই ড্র মেনে নেয় দু’দল। অভিষেকেই ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরা হয়েছে ডেভন কনওয়ে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: shomoynews2012@gmail.com, shomoynews@yahoo.com