4794

04/27/2024 গরু চুরি করতে গিয়ে ৬৬ জনকে হত্যা!

গরু চুরি করতে গিয়ে ৬৬ জনকে হত্যা!

আন্তর্জাতিক ডেস্ক

৭ জুন ২০২১ ২১:৫৯

নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় কিববেই প্রদেশে গরু চুরি করতে গিয়ে অন্তত ৬৬ জনকে হত্যা করেছে একদল সশস্ত্র গরু চোর। বৃহস্পতিবার (০৩ জুন) কিববেই প্রদেশের ডানকো-ওয়াসাগু জেলার পাশাপাশি সাতটি গ্রামে হানা দিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, এই ঘটনার পর আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়ে গেছেন বাসিন্দারা। হত্যাকাণ্ডের পর নতুন হামলা ঠেকাতে এবং নিরাপত্তা জোরদারে পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার (০৫ জুন) রাজ্যের পুলিশের দেওয়া এক বিবৃতিতে কিববেই পুলিশের মুখপাত্র নাফিউ আবুবকর বলেন, হামলাকারীরা মোটরসাইকেলে এসে ডানকো জেলার পার্শ্ববর্তী সাত গ্রামে হামলা চালায়।

তিনি আরও বলেন, হামলাকারীরা কোরো, কিমপি, গায়া, ডিমি, জুতু, রাফিন গোরা এবং ইগুয়েঙ্গে গ্রামে এ হামলা চালায়। হামলার সময় ৬৬ জনের নিহত হওয়ার ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি।

তিনি বলেন, হামলায় ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে তদন্ত চলমান রয়েছে, আরও মরদেহের অনুসন্ধান চলছে।

প্রসঙ্গত, নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী সক্রিয় আছে। তারা প্রায়ই গ্রামাঞ্চলে হামলা চালায় এবং লুটপাট, গরু চুরি ও মানুষ অপহরণ করে মুক্তিপণ আদায় করে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]