4808

03/14/2025 আইপিএলের বাকি অংশের সূচি প্রকাশ

আইপিএলের বাকি অংশের সূচি প্রকাশ

ক্রীড়া ডেস্ক

৮ জুন ২০২১ ১৬:৫৮

স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ দ্রুতই শেষ করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএল যে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হবে সেটি আগেই ঘোষণা দিয়ে রেখেছিল বিসিসিআই। তবে ঠিক কবে থেকে স্থগিত ম্যাচগুলো আয়োজন করা হবে সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।

আলোচনা ছিল চলতি বছর সেপ্টেম্বর-অক্টোবরেই সংযুক্ত আরব আমিরাতের মাঠে গড়াবে খেলা। বেশকিছুদিন ধরেই চলছে সম্ভাব্য দিনক্ষণ নিয়েই আলোচনা। এবার ঘোষণা করা হলো নতুন দিন-তারিখ।

জানা গেছে স্থগিত হওয়া আইপিএল পুনরায় শুরু হচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর। ভারতীয় গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ভারতের এক বোর্ড কর্মকর্তা

এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিসিআইয়ের বৈঠক শেষে সংশ্লিষ্ট বোর্ড কর্মকর্তা বলেন, 'বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে। আমিরাত ক্রিকেট বোর্ড বিশেষ সাধারণ সভার আগেই আমাদের মৌখিকভাবে সম্মতি জানিয়েছে। আইপিএল পুনরায় শুরু হলে প্রথম ম্যাচ খেলা হবে ১৯ সেপ্টেম্বর।'

আইপিএলে বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে কি না জানতে চাইলে সেই বোর্ড কর্মকর্তা বলেন, 'আলোচনা চলছে। আমাদের ধারণা বেশিরভাগ বিদেশি ক্রিকেটারকেই পাওয়া যাবে। তবে কয়েকজন আসতে না পারলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা করবো।'

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]