4850

03/13/2025 ট্রাকচাপায় ভ্যান চালকের মৃত্যু

ট্রাকচাপায় ভ্যান চালকের মৃত্যু

জেলা সংবাদদাতা, সিরাজগঞ্জ

৯ জুন ২০২১ ১৯:২৮

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্যান থেকে ছিটকে পড়ার পর ট্রাকের চাপায় ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বুধবার (০৯ জুন) ভোরে উপজেলার অ্যারিস্টোক্রেট হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান।

নিহত আশরাফুল ইসলাম (৩৮) উল্লাপাড়া উপজেলার আমডাঙ্গা দক্ষিণপাড়া গ্রামের চান্দু শেখের ছেলে।

ওসি বলেন, আশরাফুল পাঁচলিয়া থেকে ভ্যান নিয়ে সিরাজগঞ্জ রোডে যাচ্ছিল। পথে ভ্যানের পিছনের চাকা ভেঙে গেলে তিনি রাস্তায় ছিটকে পড়েন।

“এই সময়ে পেছন থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই আশরাফুলের মৃত্যু হয়।” খবর পেয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]