4907

03/13/2025 চীনে ২১ দৌড়বিদের মৃত্যু, ২৭ কর্মকর্তাকে শাস্তি

চীনে ২১ দৌড়বিদের মৃত্যু, ২৭ কর্মকর্তাকে শাস্তি

আন্তর্জাতিক ডেস্ক

১২ জুন ২০২১ ১৭:১৩

গত মাসে পার্বত্য অঞ্চলে ১০০ কিলোমিটারের আলট্রাম্যারাথন চলাকালে ২১ দৌড়বিদের মৃত্যুর ঘটনায় ২৭ সরকারি কর্মকর্তাকে শাস্তি দিয়েছে চীন। শনিবার (১২ জুন) এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

চীনের গানসু প্রদেশে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় দৌড়বিদরা তীব্র বাতাস এবং শীতল বৃষ্টির সম্মুখীন হলে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে খবরে বলা হয়, যাদের মৃত্যু হয়েছে তারা হাইপোথারমিয়ায় ভুগছিলেন।

এ ঘটনার পর চীন ঘোষণা দিয়েছে, যথাযথ নিয়ম এবং নিরাপত্তা মান বজায় না রাখা হলে সব ধরনের ঝুঁকিপূর্ণ ইভেন্টগুলো স্থগিত করা হবে।

শুক্রবার (১১ জুন) এক বিবৃতিতে বলা হয়, ‘মান বজায় রাখা হয় না এমন এবং অপেশাদার ইভেন্টগুলো দুর্ঘটনা ঘটায়।’

শিনহুয়া জানায়, যেখানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল সে জিংতাই কাউন্টির প্রধানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বাইয়িন শহরের মেয়র এবং কমিউনিস্ট পার্টির প্রধানকে শৃঙ্খলাবদ্ধ হতে বলা হয়েছে। বাকি কর্মকর্তাদের সতর্ক করার পাশাপাশি দেওয়া হয়েছে ডিমেরিট রেটিং।

এ প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ঝাঙ শিয়াওইয়ানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আনা হয়েছে ক্রিমিনাল চার্জ।

প্রসঙ্গত, চীনের উত্তর–পশ্চিমাঞ্চলীয় পার্বত্য অঞ্চল গানসু প্রদেশের বাইয়িন শহরে ইয়েলো রিভার স্টোন ফরেস্টে ১০০ কিলোমিটারের আলট্রাম্যারাথন চলাকালে ঝড়ো বাতাসের সঙ্গে শীতল বৃষ্টিতে ২১ দৌড়বিদের মৃত্যু হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]