4917

04/03/2025 নদীর তীরে শিশুসহ ৩ জনের মরদেহ

নদীর তীরে শিশুসহ ৩ জনের মরদেহ

জেলা সংবাদদাতা, কক্সবাজার

১২ জুন ২০২১ ১৮:৫৩

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর তীর থেকে অজ্ঞাত এক নারী ও দুই শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ জুন) দুপুর ১২টার দিকে টেকনাফের হারাংখালীর নাফ নদীর তীর থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, টেকনাফের হারাংখালীর নাফ নদীর তীরে মৃতদেহ পড়ে রয়েছে স্থানীয়রা এমন সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল যায়। এরপর অজ্ঞাত এক নারী ও দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃতদেহগুলোতে কোনো ধরনের আঘাতের চিহ্ন দেখা যায়নি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]