4930

03/12/2025 ২৪ হাজার বছর পর জেগে উঠল রোটিফার‌

২৪ হাজার বছর পর জেগে উঠল রোটিফার‌

রকমারি ডেস্ক

১২ জুন ২০২১ ২২:১২

২৪ হাজার বছর পর জেগে উঠল রোটিফার‌। সাইবেরিয়ায় বরফের নিচে চাপা পড়ে যাওয়া ওই অনুবীক্ষণিক জীব হঠাৎই জীবন্ত হয়ে উঠল। চিরতরে বরফ হয়ে যাওয়া স্তর বা পার্মাফ্রস্ট নিয়ে গবেষণা করতে গিয়ে এই জীবের খোঁজ পাওয়া গেছে।

রাশিয়ার ইনস্টিটিউট অফ ফিজিওকেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল প্রবলেমস ইন সয়েল সায়েন্সের বিজ্ঞানী স্টাস মালাভিন এই প্রাণীর খোঁজ পেয়েছেন। সম্প্রতি রোটিফার নিয়ে তার গবেষণাপত্র প্রকাশ পেয়েছে সেল প্রেস নামক একটি জার্নালে।

জানা গেছে, রোটিফার একটি বহুকোষী জীব। সাইবেরিয়ায় বরফের প্রায় সাড়ে তিন মিটার নিচ থেকে এর সন্ধান মিলেছে। এরা মাইনাস ২০ ডিগ্রি সেন্ট্রিগেডেও বেঁচে থাকতে পারে। রেডিও কার্বন ডেটিং পদ্ধতির সাহায্যে জানা গেছে সন্ধান পাওয়া রোটিফার‌টি প্রায় ২৩ হাজার ৯৬০ থেকে ২৪ হাজার ৪৮৫ বছরের পুরানো। কিন্তু কী ভাবে এই জীব ২৪০০০ বছর ধরে শীতঘুমে ছিল, এতটা দীর্ঘস্থায়ী শীতঘুম কীভাবে হয় সেই রহস্য ভেদ করার জন্য রোটিফার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন বিজ্ঞানীরা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]