4932

03/12/2025 খাল থেকে কৃষকের লাশ উদ্ধার

খাল থেকে কৃষকের লাশ উদ্ধার

জেলা সংবাদদাতা, বরগুনা

১২ জুন ২০২১ ২২:৪০

বরগুনার বেতাগীতে উত্তর করুনা গ্রামের খাল থেকে ইউসুফ আলী আকন (৫০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইউসুফ আলী আকন ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত আব্দুল জব্বারের ছেলে।

শনিবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের উত্তর করুনা গ্রামের বেতাগী খালের শাখা খালে একটি লাশ ভাসতে দেখলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, ইউসুফ আলী আকন শুক্রবার (১১ জুন) দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে পাওয়া যায়নি। শনিবার (১২ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে লাশ খালে ভাসতে দেখতে পায় স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন তপু বলেন,ইউসুফ পেশায় একজন কৃষক ছিলেন। ময়না তদন্তের জন্য লাশ বরগুনায় মর্গে পাটানো হয়েছে। ইউসুফের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]