4960

03/12/2025 ময়মনসিংহে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

ময়মনসিংহে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

জেলা সংবাদদাতা, ময়মনসিংহ

১৩ জুন ২০২১ ২১:১৫

ময়মনসিংহের ত্রিশালে একদিন আগে নিখোঁজ এক কিশোরের লাশ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার কাঠাল ইউনিয়নের তেতুলিয়া পাড়া গ্রামের মিলন বাজার এলাকার পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রিফাত মিয়া (১৩) উপজেলার দরিল্লা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। সে তার বাবার সঙ্গে ট্রাক্টর দিয়ে অন্যের জমি চাষ করতেন ও ধান মাড়াই করার মেশিন চালাতেন।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন বলেন, শনিবার (১২ জুন) বিকাল ৫টার দিকে রিফাত মিলন বাজার যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। রাত ৮টার দিকে তাকে শেষ বারের মত তাকে বাড়ির পাশে দেখা যায়। কিন্তু রাতে সে বাড়ি ফেরেনি।

“সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় একজন গরুর ঘাস কাটতে গিয়ে ডোবায় রিফাতের লাশ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।”

রিফাতকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা ধারণা করলেও হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।

তিনি বলেন, মরদেহের পাশ থেকে সিগারেটের প্যাকেট, গ্যাস লাইটার ও আঠা জাতীয় নেশার (পেস্টিং) একটি প্লাষ্টিকের কৌটা উদ্ধার এবং লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]