4979

03/12/2025 পুলিশ পাহারায় পরীমনি

পুলিশ পাহারায় পরীমনি

বিনোদন প্রতিবেদক

১৪ জুন ২০২১ ২১:১১

ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করা ঢালিউড অভিনেত্রী পরীমনি পুলিশ পাহারায় আছেন। তার বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার (১৪ জুন) রাজধানীর বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরে আজম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (১৩ জুন) রাতে সংবাদ সম্মেলনে বারবারই বলছিলেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। তার আশঙ্কা, তাকে মেরে ফেলা হতে পারে। এসব বলেই হাউমাউ করে কাঁদতে থাকেন হালের আলোচিত নায়িকা পরীমনি।

এ বিষয়ে বনানী থানার ওসি বলেন, তিনি যেহেতু নিরাপত্তাহীনতায় ভুগছেন, আমাদের দায়িত্ব প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। তাকে আমরা বিশেষ প্রহরায় রাখছি। তার বাসা ও আশপাশে পুলিশ আছে। তার নিরাপত্তার জন্য যা যা করণীয়, তা–ই করা হচ্ছে।

পরীমনির মামা আশরাফুল ইসলাম বলেন, তিন থানাতেই আমরা লিখিত অভিযোগ করেছি। কিন্তু কোন থানা সেটা গ্রহণ করেছে, তা এখনও জানি না। পরীমনি অসুস্থ। তার জ্বর ও বুকে ব্যথা। গলার স্বরও ভেঙে গেছে।

রোববার সন্ধ্যায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন পরীমনি। প্রথমে ফেসবুক স্ট্যাটাস দিয়ে প্রধানমন্ত্রীর কাছে এ ঘটনায় দায়ীদের বিচার চান। পরে সাংবাদিকদের বাসায় ডেকে এ বিষয়ে বিস্তারিত বলেন। তিনি বলেন, ‘আমাকে রেপ এবং হত্যার চেষ্টা করা হয়েছে’।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]