5002

04/03/2025 ইউপি সদস্যকে হত্যা: আসামি ‘কোপা শামসু’ অস্ত্রসহ গ্রেফতার

ইউপি সদস্যকে হত্যা: আসামি ‘কোপা শামসু’ অস্ত্রসহ গ্রেফতার

জেলা সংবাদদাতা, নোয়াখালী

১৬ জুন ২০২১ ২১:৫৩

নোয়াখালীর হাতিয়া উপজেলায় মামলার আসামি মো. শামসু বা কোপা শামসুকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের কাটাখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাটাখালী খালের পাশে থাকা একটি দেশীয় ট্রলার কারখানা থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়।

গ্রেফতার শামসু ওই এলাকার ছাদু মাঝির ছেলে। তিনি ইউপি সদস্য রবীন্দ্র দাস হত্যা মামলার ২০নং আসামি।

থানা সূত্রে জানা যায়, গ্রেফতার শামসু কাটাখালী নিজ বাড়িতে অবস্থান করছে— পুলিশের এমন গোপন সংবাদের ভিত্তিতে ওসি আবুল খায়েরের নেতৃত্বে অভিযান চালিয়ে শামসুকে রাত ২টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, গ্রেফতার শামসু রবীন্দ্র হত্যা মামলার ২০নং ও জোবায়ের হত্যা মামলার ৮নং আসামি। তার বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের ঘটনায় আরও একটি মামলা প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত বুধবার (০৯ জুন) দিবাগত রাত পৌনে ২টার দিকে ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রবীন্দ্র চন্দ্র দাসকে সন্ত্রাসীরা রাতের আঁধারে কুপিয়ে হত্যা করে। ইউপি সদস্য রবীন্দ্র আসন্ন ইউপি নির্বাচনের প্রার্থী ছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]